আজকের শিরোনাম :

সিরাজগঞ্জে মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হলো ইজতেমা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২১, ১১:৪৩

সিরাজগঞ্জে যমুনা নদীর তীরে হার্ডপয়েন্ট এলাকায় তিনদিন ব্যাপী আঞ্চলিক ইজতেমার শেষ হয়েছে। শনিবার দুপুরের দিকে আমিন আমিন ধ্বনিতে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে এ ইজতেমা শেষ হয়। সিরাজগঞ্জের হাজার হাজার মুসুল্লি শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে বৃহস্পতিবার থেকে শনিবার সকাল পর্যন্ত এ ইজতেমা ময়দানে সমবেত হন। তাবলীগ জামায়াতের আঞ্চলিক এ ইজতেমাতে দেশ বিদেশি জামাতসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসুল্লি অংশগ্রহণ করেন। এ ইজতেমায় দেশ বরেণ্য আলেম ওলামারা বয়ান করেছেন। শনিবার দুপুরে ইজতেমার ময়দানে আখেরি মোনাজাতে অংশ গ্রহণ করেন লাখো ধর্মপ্রাণ মুসুল্লি। যমুনা নদীর তীর এলাকায় শত শত নারী এ মোনাজাতে অংশ গ্রহণ করেন। ইজতেমার মূল বয়ানের মাধ্যমে ইসলামের বিভিন্ন দিক নিদের্শনা মূলক আলোচনা এবং সঠিক ভাবে ইসলাম পরিচালনা এবং ধর্মপ্রাণ মুসলমানদের কে দিনের দাওয়াত ও নামাজ পড়ার জন্য পরামর্শ দেয়া হয়। এ ইজতেমা থেকে ৪০ টি তাবলীগ জামাত বিভিন্ন জেলা ও উপজেলায় অবস্থান করবে। মোনাজাতে দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া করেন ঢাকা কাকরাইল তাবলীগ জামাতের কেন্দ্রীয় শুরাহ আমীর মওলানা আশরাফ আলী।

এবিএন/এস,এম তফিজ উদ্দিন/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ