আজকের শিরোনাম :

পোরশা সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি রাখাল আটক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২১, ১৩:৫৯

নওগাঁর পোরশায় ভারতীয় সীমান্তে মানিরুল ইসলাম(২৭) নামের এক বাংলাদেশী গরু রাখালকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আটক মনিরুল ইসলাম উপজেলার নিতপুর ইউপির বিষ্ণুপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

আজ শনিবার ভোরে ভারতের মালদা জেলার হবিপুর কেদারিপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যদের হাতে তিনি আটক হন।

জানা গেছে, গত শুক্রবার দিবাগত গভীর রাতে ১৫জন বাংলাদেশী রাখাল গরু নিতে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। ভারতের ভূতপাড়া নামক গ্রাম থেকে ১৫টি গরু নিয়ে বাংলাদেশ সীমানায় প্রবেশের সময় টের পেয়ে বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে সকলে গরু ছেড়ে পালিয়ে আসলেও মানিরুল ইসলামকে সীমান্তের ২ কি: মি: অভ্যন্তরে ৩টি গরুসহ বিএসএফ সদস্যরা আটক করেন। আটকের পর তাকে স্থানীয় হবিপুর থানায় হস্তান্তর করেন।

এ ব্যাপারে বিজিবি’র ১৬ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল কবির জানান, বিএসএফ’র সাথে আমরা কথা বলেছি, বিএসএফ মনিরুলকে ভারতের থানা হাজতে হস্তান্তর করেছে। তাই তাকে ফিরিয়ে আনতে এই মহূর্তে আমাদের কিছুই করার নেই।  

এবিএন/ডিএম রাশেদ/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ