বোদায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোয়নপত্র দাখিল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২১, ১১:২০

দশম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চর্তুথ ধাপে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ ডিসেম্বর পঞ্চগড়ের বোদা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন গতকাল বৃহস্পতিবার চেয়ারম্যান পদে ৪৯, মেম্বার পদে ৪০৬ এবং সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১১৯ জন প্রার্থী ব্যাপক উৎসাহ উদ্দীপনায় উৎসব মুখর পরিবেশে তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।

উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, ১নং ঝলইশালশিরি ইউনিয়নে চেয়ারম্যানে পদে ০৬, মেম্বার পদে ৩৮এবং সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১০ জন, ২নং ময়দানদিঘী ইউনিয়নে চেয়ারম্যানে পদে ০৩ মেম্বার পদে ৪১ এবং সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১২জন, ৩নং বেংহাড়ী বনগ্রাম ইউনিয়নে চেয়ারম্যানে পদে ০৫, মেম্বার পদে ৪৩ এবং সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১১ জন, ৪নং কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যানে পদে ০৩, মেম্বার পদে ৪৯ এবং সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১১ জন, ৫ নং বড়শশী ইউনিয়নে চেয়ারম্যান পদে ০৭, মেম্বার পদে ৫২, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১১জন, ৬নং মাড়েয়া বামনহাট ইউনিয়নে চেয়ারম্যানে পদে ০৫ মেম্বার পদে ৩৮ এবং সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১১ জন, ৭নং চন্দনবাড়ী ইউনিয়নে চেয়ারম্যানে পদে ০৭ মেম্বার পদে ৪০ এবং সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১৫ জন, ৮নং বোদা সদর ইউনিয়নে চেয়ারম্যানে পদে ০৫ মেম্বার পদে ৩৫ এবং সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১৩ জন, ৯নং সাকোয়া ইউনিয়নে চেয়ারম্যানে পদে ০৪ মেম্বার পদে ৩৮ এবং সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১৫ জন, ১০নং পাঁচপীর ইউনিয়নে চেয়ারম্যানে পদে ০৪ মেম্বার পদে ৩৬ এবং সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১০ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।
         
এবিএন/মোঃ লিহাজ উদ্দীন/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ