পাঁচবিবিতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২১, ১৩:৫৬

জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাঁচবিবি-জয়পুরহাটের আয়োজনে আজ সোমবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি ২০২১-২২ মৌসুমে সরিষা, ভুট্টা, গম, মশুর, মুগ, পেঁয়াজের বীজ ও সার প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরমান হোসেনের সভাপতিতত্বে সকালে সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় সোহরাব হোসেন মন্ডল ও রাজিনারা আক্তার টুনি।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ রাজেস প্রসাদ রায়, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ সোহরাব হোসেন, প্যানেল মেয়র নূর হোসেন, বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, উপজেলা আ.লীগ সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল প্রমুখ।

সভার পূর্বে উপস্থিত প্রান্তিক কৃষকদের মাঝে রবি শস্য ভালো করে উৎপাদনের লক্ষে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান।

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।

উপজেলার ৮ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৬ হাজার কৃষকের মধ্যে প্রত্যেক জনকে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি এমওপি, ১০ ডিএপি, ১ কেজি পেঁয়াজ, ১০ কেজি এমওপি, ১০ ডিএপি, ৫ কেজি মশুর, ৫ কেজি এমওপি, ১০ ডিএপি, ৫ কেজি মুগ, ৫ কেজি এমওপি, ১০ ডিএপি, ২০ কেজি গম, ১০ কেজি এমওপি, ১০ ডিএপি, ২ কেজি ভুট্টা, ১০ কেজি এমওপি, ২০ ডিএপি সার প্রদান করা হয়।

এবিএন/সজল কুমার দাস/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ