আজকের শিরোনাম :

নানা আয়োজনে জয়পুরহাটে নবান্ন উৎসব উদযাপন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২১, ১০:২১

‘কাটিয়া আনোরে ধান, আগোনে হবে নবান, নয়ালী ধানের ক্ষীর পিঠা ও পাকান’ এই শ্লোগানে নানা আয়োজনের মধ্য দিয়ে জয়পুরহাটে বাঙ্গালীর ঐতিহ্যবাহী নবান্ন উৎসব উদযাপিত হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪টায় শহরের শহীদ ডা: আবুল কাশেম ময়দানে উৎসবের  আয়োজন করে স্থানীয় তিনটি সাংস্কৃতিক সংগঠন।

অনুষ্ঠানে নৃত্য, গান, গীতিনাট্য ও কবিতা আবৃত্তি করে জয়পুরহাট এ.কে.এম আব্দুল আজিজ সংগীত ভুবন, একুশে আবৃত্তি পরিষদ ও নবনাট্য সংঘ’র শিল্পীবৃন্দ।

বক্তব্য রাখেন জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোনাব্বর হোসেন, নবনাট্য সংঘ’র সভাপতি রাজা চৌধুরী সহ অন্যরা।
 
অনুষ্ঠান শেষে নতুন চালের নানা ধরনের পিঠা পুলি আর দেশীয় খাবারের পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় নবান্ন উৎসব।

এবিএন/এরশাদুল বারী তুষার/গালিব/জসিমস

এই বিভাগের আরো সংবাদ