আজকের শিরোনাম :

পাঁচবিবির উচাইয়ে জাকস ফাউন্ডেশনের খামার দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২১, ১৬:৩৩

পাঁচবিবির উচাইয়ে জাকস ফাউন্ডেশনের খামার দিবস পালিত হয়েছে। ১০ নভেম্বর দুপুরে উচাইয়ে খামারী খোকন খালকোর উঠানে এই খামার দিবস পালিত হয়। জাকস ফাউন্ডেশনের মৎস ও প্রাণিসম্পদ ইউনিটের আওতায় পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহায়তায় নিবির ফ্রি-রেনজিং পদ্ধতিতে দেশী মুরগীর প্যারেন্টস্ প্রদর্শনী উপলক্ষে আয়োজিত খামার দিবসের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খামারী খোকন খালকো।

বক্তব্য রাখেন জাকস ফাউন্ডেশনের সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক সিদ্দিকুল বাশার, অত্র ফাউন্ডেশনের প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জহুর আলী, শাখা ব্যবস্থাপক আকমল হোসেন, ঋণ কর্মকর্তা রঞ্জু, সহকারি প্রাণি ও মৎস্য সম্পদ কর্মকর্তা হাসান ও রাজু। উপস্থিত ছিলেন স্থানীয় খামারী শ্রীকান্ত মেরিন এক্কাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।


এবিএন/সজল কুমার দাস/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ