আজকের শিরোনাম :

পাঁচবিবিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে বকনা গরু ও খাদ্য বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২১, ১২:৩২

জয়পুরহাটের পাঁচবিবিতে “সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান মানোন্নয়ের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প” এর আওতায় ৬৩ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে বকনা গরু ও খাদ্য বিতরণ।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল, পাঁচবিবি, জয়পুরহাটের আয়োজনে আজ বৃহস্পতিবার সকালে প্রাণিসম্পদ কার্যালয় চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরমান হোসেন।

প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব এস.এম ফেরদৌস আলম। বিশেষ অতিথি ছিলেন প্রাণিসম্পদ দপ্তরের বিভাগীয় পরিচালক ডাঃ উত্তম কুমার দাস, সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক ঢাকা, ড. অসীম কুমার দাস।

বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, জাহিদুল আলম বেনু, নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, উপজেলা আ.লীগ সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজার রহমান ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নিয়ায কাযমীর রহমান।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ভেরেরিনারী সার্জন ডাঃ হাসান আলী।

এর আগে ১ম ও ২য় পর্যায়ে ১০০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গরু বিতরণ করা হয়েছিল।

এবিএন/সজল কুমার দাস/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ