আজকের শিরোনাম :

বেড়া পৌরসভা নির্বাচন

মেয়র পদে একই পরিবারের ৩ জনের মনোনয়নপত্র দাখিল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২১, ১৩:২৫

আগামী ২৮ নভেম্বর পাবনার বেড়া পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে গতকাল মঙ্গলবার (২ নভেম্বর) বেড়া উপজেলা নির্বাচন অফিসে নির্ধারিত সময় শেষে মেয়র পদে একই পরিবারের ৩ জনসহ ৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ছাড়া ১০টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৫২ জন ও সংরক্ষিত নারী কাউন্সিল পদে ১৩ প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা সমর্থকদের নিয়ে মাইক্রোবাস এবং মোটরসাইকেলবহর নিয়ে ব্যাপক শোডাউন ও উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন। 

পাবনা জেলা অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা ও বেড়া পৌরসভা নির্বাচনের সহকারী রির্টানিং অফিসার মো.তৌফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

মেয়র পদে প্রার্থীরা হলেন- আ.লীগের মনোননীত প্রার্থী স্বরাষ্ট্র মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং পাবনা-১ আসনের সাংসদ অ্যাডভোকেট শামসুল হক টুকুর জ্যেষ্ঠ পুত্র যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম আসিফ শামস (রঞ্জন); স্বতন্ত্র প্রার্থী পাবনা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও সাবেক ছাত্র নেতা এ এইচ এম ফজলুল রহমান মাসুদ; বেড়া পৌরসভার সাবেক মেয়র ও বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদ হতে অব্যাহতিপ্রাপ্ত এবং সাংসদ শামসুল হক টুকুর আপন ভাই মো. আব্দুল বাতেন; মুক্তিযুদ্ধবিষয়ক উপকমিটির সদস্য ডা. মো. আ. আউয়াল; আওয়ামী লীগকর্মী কে এম আব্দুল্লাহ ও একমাত্র নারী প্রার্থী পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকুর আপন ভাতিজি এসএম সাদিয়া আলম।

এদিকে বেড়া পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই বেড়া পৌরসভাসহ উপজেলার সর্বত্র নির্বাচনী হাওয়া বয়ে চলছে। চায়ের দোকানে, রেস্টুরেন্টে, মাঠে-ঘাটে চলছে নির্বাচনে প্রার্থীতা, জয় পরাজয়ের হিসাব-নিকাশ। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে মেয়র পদে একই পরিবারের ৩ প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ায় নির্বাচনী আলোচনার মাঠে আলোচনার কেন্দ্র বিন্দু হিসেবে পরিণত হয়েছে। নির্বাচনীবোদ্ধারা নির্বাচনে ভিন্ন ভিন্ন কৌশলের ইঙ্গিত দিচ্ছেন। তার পরও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত অপেক্ষায় বেড়া পৌর এলাকার সুধীজন।

বেড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, ৪ নভেম্বের মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১১ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আগামী ২৮ নভেম্বর ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে।

১০টি ওয়ার্ড নিয়ে বেড়া পৌরসভা গঠিত। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৪২ হাজার ৮১৮ জন। এর মধ্যে পুরুষ ২১ হাজার ৭৮২, নারী ভোটার ২১ হাজার ৩৬ জন।

এবিএন/নির্মল সরকার/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ