আজকের শিরোনাম :

সুনামগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ মালামাল আটক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২১, ১৮:১১

সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মালামাল আটক করা হয়েছে। এ সব মালামালের আনুমানিক মূল্য সাড়ে ৭ লক্ষ টাকা । ডুলুরা বিওপির টহল দল ২৩ অক্টোবর  বিশ্বম্ভরপুর উপজেলাধীন  শলুকাবাদ ইউনিয়নের ডুলুরা নামক স্থান হতে ৩০ ঘনফুট ভারতীয় পাথর এবং ১টি ইঞ্জিনসহ ট্রলি আটক করে, যার আনুমানিক মূল্য ৩, লক্ষ ৩, হাজার ৬শ টাকা।

বনগাঁও বিওপির টহল দল  একই দিন  সুনামগঞ্জ সদর উপজেলাধীন  রংগারচর ইউনিয়নের ছমেদনগর নামক স্থান হতে ৬,০০০ পিস ভারতীয় জীবন বিড়ি আটক করে, যার আনুমানিক মূল্য ১০ হাজার,-২শ- টাকা। একই টহল দল ঐদিন একই ইউনিয়নের কান্দিরগাঁও থেকে৩৬ বোতল মদ ও -৬ বোতল বিয়ার আটক করে যার মূল্য ৫৫ হাজার ৫শ টাকা। মাঠগাঁও বিওপির টহল দল একই দিন দোয়ারাবাজার উপজেলাধীন  লক্ষীপুর ইউনিয়নের দর্পগ্রাম নামক স্থান হতে ৭৭,০০০ পিস ভারতীয় নাসির বিড়ি আটক করে, যার আনুমানিক মূল্য ১, লক্ষ ৩০ হাজার,৯ শ টাকা।  

বালিয়াঘাটা বিওপির টহল দল ২৪ অক্টোবর  তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের পূর্ব লাকমা নামক স্থান হতে ৩০০ কেজি ভারতীয় কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য ৩ হাজার ৯শ টাকা। চিনাকান্দি বিওপির টহল ঐদিন বিশ্বম্ভরপুর উপজেলাধীন  ধনপুর ইউনিয়নের কাপনা নামক স্থান হতে ৭,০০০ পিস ভারতীয় নাসির বিড়ি আটক করে, যার আনুমানিক মূল্য ১১ হাজার,৯শ টাকা। লাউরগড় বিওপির টহল দল ২৪ অক্টোবর তাহিরপুর উপজেলাধীন ৪নং বড়দল ইউনিয়নের বারেকটিলা নামক স্থান হতে ০৬টি ভারতীয় গরু (বাছুর) আটক করে, যার আনুমানিক মূল্য ১, লক্ষ ৮০, হাজার টাকা।

মাটিরাবন বিওপির টহল দল রোববার মধ্যনগর উপজেলাধীন ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের গিলাগড়া নামক স্থান হতে ২৫ ঘনফুট ভারতীয় গোলকাঠ আটক করে, যার আনুমানিক মূল্য ৫০ হাজার  টাকা। আটককৃত ভারতীয় মদ ও বিয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, গোলকাঠ বনবিট কার্যালয় এবং ভারতীয় গরু, বিড়ি, কয়লা, পাথর এবং ইঞ্জিনসহ ট্রলি শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানিয়েছেন সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল তছলিম এহসান পিএসসি।


এবিএন/অরুন চক্রবর্তী/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ