আজকের শিরোনাম :

ই-কমার্স কার্ট’র আয়োজনে

ময়মনসিংহে উদ্যোক্তাদের মিলনমেলা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২১, ১৭:২৯

উদ্যোক্তাদের স্বনির্ভরতার জাগরণের মাধ্যমে কর্মস্পৃহার বিকাশ সাধন করে তাদেরকে অনুপ্রাণিত করার লক্ষ্যে ময়মনসিংহে অনুষ্ঠিত হল উদ্যোক্তাদের মিলনমেলা।

শুক্রবার নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে ময়মনসিংহ ই-কমার্স কার্ট নামের একটি সংগঠন। এ আয়োজনে প্রায় দুইশ উদ্যোক্তা অংশ নেন।

সকালে টাউন হল চত্বরে পায়রা উড়িয়ে এবং ফিতা কেটে এ মিলনমেলার উদ্বোধন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।

পরে মিলনমেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু।

এসময় মেয়র বলেন, ই-কমার্স যুগে আজ আমরা সাফল্যের প্রায় দ্বারপ্রান্তে। আমাদের নারীরা তাদের প্রচেষ্টায় বহুদূর এগিয়েছে। শিক্ষিত যুবকরাও আজ ঘুরে দাঁড়ানোর সুযোগটুকু পেয়েছে। এগুলো সম্ভব হয়েছে বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কারণে।

ময়মনসিংহ ই-কমার্স কার্ট’র প্রতিষ্ঠাতা সাদিয়া আফরিন লুনার সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীরজাদা শহীদুল হারুন। বিশেষ অতিথি বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান রেজুয়ান আহমেদ শুভ্র, ফিল্ম এন্ড স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও অভিনেতা মনোজ কুমার প্রমাণিক এবং নিউজ চ্যানেল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ময়মনসিংহ অঞ্চলের সভাপতি হারুনুর রশিদ।


এবিএন/মঈন উদ্দিন রায়হান/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ