আজকের শিরোনাম :

শুদ্ধাচার পুরস্কার পেলেন নলছিটি কৃষি কর্মকর্তা ইসরাত জাহান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২১, ১৯:৩৫

মাঠ পর্যায়ে সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে কৃষি সম্প্রসারণ সেবায় অনন্য ভূমিকা রাখায় শুদ্ধাচার পুরস্কার নীতিমালা অনুযায়ী ২০২০-২০২১ অর্থ বছরের ঝালকাঠি জেলার মধ্যে উপজেলা কার্যালয় প্রধান ক্যাটাগরিতে পুরস্কার পেলেন নলছিটি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইসরাত জাহান মিলি এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলী আহমেদ ।

আজ রবিবার (১৭ অক্টোবর) উপজেলা কৃষি অফিস কার্যালয়ে উপজেলা কৃষি অফিসার ইসরাত জাহান মিলি ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলী আহমদকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তারা ও কর্মচারীবৃন্দ।


এ সময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি  ইসরাত জাহান মিলি, নলছিটি উপজেলা কৃষি অফিসার। বিশেষ অতিথি জনাব  আলী আহম্মদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। জনাব মোঃ মহসিন হাওলাদার, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (অবসরপ্রাপ্ত)। জনাব মোঃ হারুন অর  রশিদ আকন্দ, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (অবসরপ্রাপ্ত)। জনাব মোঃ আঃ হাকিম, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা (অবসরপ্রাপ্ত)।  সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সানজিদ আরা শাওন, অতিরিক্ত কৃষি অফিসার,সহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ।
 

এবিএন/কায়কোবাদ তুফান/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ