আজকের শিরোনাম :

কোরআন অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুনামগঞ্জে প্রতিবাদ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২১, ১৩:৪৯

সম্প্রতি দূর্গাপূজা চলাকালীন সময়ে কুমিল্লার নানুয়া দিঘীরপাড় পূজামন্ডপে মহাগ্রন্থ আল কোরআন অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুনামগঞ্জে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা ইমাম মোয়াজ্জিন পরিষদের ব্যানারে শহরের ট্রাফিক পয়েন্টে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ জেলা ইমাম মোয়াজ্জিন পরিষদের সভাপতি মাওলানা মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাওলানা আব্দুল রকিবের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইমাম মোয়াজ্জিন পরিষদের উপদেষ্টা মাওলানা নুরুল ইসলাম খান,  উপদেষ্ঠা মাওলানা আতাউর রহমান লস্কর।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্ঠা শায়েক মাওলানা আব্দুল বছির,মাওলানা আবু সাইয়িদ,সাংগঠনিক সম্পাদক মুফতি জিয়াউল হক, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমিন, যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা রকিব আহমদ, সাবেক সাধারন সম্পাদক মাওলানা দিলোয়ার হোসেন, মাওলানা রুকন উদ্দিন প্রমুখ।

নেতৃবৃন্দরা বলেন, সম্প্রীতির বাংলাদেশে প্রতিটি মানুষ যার যার কাছে তাদের পবিত্র ধর্মগ্রস্থ অনেক মূল্যবান। কিন্তু এই সম্প্রীতি বিনষ্ট করতে একটি কুচক্রী মহল হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা বাধাঁতে পূজা মন্ডপে মুসলমানদের পবিত্র ধর্মগ্রস্থ আল কোরআনকে অবমাননা করেছে। যারা এ কাজটি করেছে তারা নাস্তিক মুরতাদ। তারা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে ধ্বংস করতেই ষড়যন্ত্র করেছে। তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে কঠোর শাস্তি প্রদানের জন্য সরকারের নিকট দাবী জানান।
 
এবিএন/অরুন চত্রবর্তী/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ