আজকের শিরোনাম :

দুর্গাপুরে খাদ্য সহায়তা দিলেন ওয়াইএমসিএ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২১, ১৩:০৩

নেত্রকোনার দুর্গাপুরে জাপান ওয়াইএমসিএ এর অর্থায়নে দুর্গাপুর ওয়াইএমসি এর সহযোগিতায় চলমান উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম এর আওয়াতায় সীমান্তবতী ভবানীপুর ওয়াইএমসিএ মিলনায়তনে ৩০জন শিক্ষার্থী অভিভাবককের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ উপলক্ষে সীমান্তবর্তী ওই এলাকাতে প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান। ওই এলাকার হত দরিদ্র কর্মহীন মানুষের মাঝে শিক্ষা উপকরণ ও খাদ্য সামগ্রী (চাল, ডাল, তেল, লবন, পেয়াজ ও শুকনো খাবার) বিতরণ করা হয়। এ সময় ওয়াইএমসিএ দুর্গাপুর শাখার সভাপতি ভিকন জেম্স প্রবাল আরেং এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুমন রাংসা প্রমুখ।

ইউএনও রাজীব-উল-আহসান বলেন, বে-সরকারি উন্নয়ন সংস্থা গুলো অত্র উপজেলার সাধারণ মানুষের মাঝে সব সময় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। সাম্প্রতিক সময়ে দেশজুড়ে করোনা ভাইরাস সংক্রমণের কারণে অত্র এলাকার নিম্ম আয়ের খেটে খাওয়া মানুষ গুলো খাদ্য সংকটে পড়ার সময়তেও উপজেলায় কর্মরত সংস্থাগুলো সাহায্যের হাতে বাড়িয়েছেন। উপজেলা প্রশাসন তাদের এই অবদান স্মরণ রাখবে।

এবিএন/তোবারক হোসেন/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ