আজকের শিরোনাম :

চুয়াডাঙ্গায় দুর্গাপূজার প্রতিমা ভাঙচুরের অভিযোগ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২১, ০০:১৪

চুয়াডাঙ্গায় দুর্গাপূজার প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে। শহরের দৌলতদিয়াড় দক্ষিণ পাড়া সার্বজনীন মন্দিরে এ ঘটনা ঘটে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে খবর পেয়ে ওই দুর্গা মন্দিরে পৌঁছায় পুলিশ সদস্যরা। কি কারণে এমন ঘটনা তার কারণ খুঁজতে পুলিশি কাজ শুরু হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আসন্ন দুর্গা পূজার প্রস্তুতি হিসেবে প্রতিমা তৈরির কাজ চলছে চুয়াডাঙ্গা শহরের দৌলতদিয়াড় দক্ষিণ পাড়ার দুর্গা মন্দিরে। সকালের কাজ শেষ করে মন্দির থেকে চলে যায় প্রতিমা তৈরির কারিগররা। এরপর বিকালে প্রতিমার বিভিন্ন অংশে ভাঙাচোরার দৃশ্য দেখতে পায় স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছায়।

ঘটনাস্থল পরিদর্শন করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাস ও সদর থানার ওসি মোহাম্মদ মহসীনসহ পুলিশের একাধিক দল।

পরিদর্শন শেষে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, দূর্গাপূজার প্রতিমার বিভিন্ন অংশে ছোট ছোট ভাঙন ও মাটি খোঁড়ার মতো চিহ্ন দেখা গেছে। কি কারণে এমন ঘটনা ঘটতে পারে তা অনুসন্ধানে মাঠে নেমেছে পুলিশ। এছাড়া শহরের সবকটি মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।

এদিকে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারন সম্পাদক জয়ন্ত কুমার সিংহ রায় জানান, ঠিক দূর্গা উৎসবের আগ মূহুর্তে প্রতিমা ভাঙচুরের ঘটনায় উদ্বিগ্ন হিন্দু ধর্মালম্বীরা। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে আসল কারণ বের করতে হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশে ধর্মীয় উৎসবে বাধা দিতে এমন ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানিয়েছেন তিনি।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ