আজকের শিরোনাম :

ইসলামপুরে ডিবি পরিচয়ে চাঁদাবাজিকালে কথিত ২ সাংবাদিক গ্রেফতার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২১, ১১:২২

জামালপুরের ইসলামপুরে ভূয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজিকালে কথিত ২সাংবাদিককে আটক শেষে পুলিশে দিয়েছে বিক্ষুব্দ জনতা। সোমবার দিবাগত রাতে আটককৃতদের বিরুদ্ধে ইসলামপুর থানায় মামলা দায়ের হয়েছে।

আজ মঙ্গলবার তাদেরকে আদালতে সোপর্দ করা হতে পারে।

আটক ও কথিত দুই সাংবাদিরা হলো মেলান্দহের পাছপয়লার ঘোনাবাড়ি গ্রামের আবু তাহের মন্ডলের ছেলে আব্দুল হাকিম (৪৮) মন্ডল এবং বানিয়াবাড়ি গ্রামের আবুল হোসেন ওরফে আবু খাঁ’র ছেলে হেলাল উদ্দিন (৪৪)।

তাদের কাছ থেকে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার আঞ্চলিক পত্রিকা দৈনিক নবতানের পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, গতকাল সোমবার বিকেলে ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নের তারতাপাড়া গ্রামের ঋষিপট্রিতে মধু রবি দাসের স্ত্রী বুদিয়া রানীর কাছে ডিবি পরিচয়ে ৫হাজার টাকার চাঁদা দাবি করে। এ নিয়ে ওই মহিলার সাথে বাদানুবাদ হলে স্থানীয় লোকজন তাদেরকে আটক করে গণধোলাই শেষে পুলিশে সোপর্দ করে। এ সময় তাদের সাথে থাকা আরো কয়েকজন পালিয়ে আত্মরক্ষা করে।

তদন্ত কর্মকর্তা আতিকুজ্জামান জানান-আটককৃতদের বিরুদ্ধে অভিযোগ ওঠেছে, গত ঈদের আগে টাকা দিয়ে দৈনিক নবতান পত্রিকার কার্ড সংগ্রহের পর থেকেই কখনো সাংবাদিক, কখনো ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজিসহ নিরীহ মানুষকে হয়রানি করে আসছিল।

ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সুমন মিয়া জানান-তাদের বিরুদ্ধে চাঁদাবাজী মামলা দায়ের হয়েছে। তদন্ত হবে। আরো কেও জড়িত থাকলে আইনের আওতায় আনা হবে।

এবিএন/মো. শাহ্ জামাল/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ