আজকের শিরোনাম :

গৌরীপুরে লকডাউনের তৃতীয় দিনে ১৮ মামলা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২১, ১১:৩২

ময়মনসিংহের গৌরীপুরে ঈদ পরবর্তী কঠোর লকডাউনের তৃতীয় দিন রবিবার (২৫ জুলাই) সরকারি বিধি-নিষেধ অমান্য করায় ১৮ জনের বিরুদ্ধে ১৮টি মামলায় ৮হাজার ১’শ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

গৌরীপুর উপজেলার পৌর শহরসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব মামলা দায়ের ও জরিমানা আদায় করা হয়েছে।

গৌরীপুরে ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার থাকার পরও সরকারি বিধিনিষেধ উপক্ষো করে দোকান-পাট খোলা, অযথা ঘোরাফেরা ও স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালত ১৮টি মামলায় সর্বমোট ৮ হাজার ১শ টাকা জরিমানা আদায় করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনী ও গৌরীপুর থানা পুলিশ।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন লকডাউন কার্যকর ও জনসাধারণকে সচেতন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছে। যারা সরকার ঘোষিত নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে।

এবিএন/সাইফুল আলম/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ