আজকের শিরোনাম :

কাপাসিয়া ট্যুরিস্ট এসোসিয়েশনের নৌ ভ্রমণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২১, ০৯:৫৫

গাজীপুর জেলার কাপাসিয়া  ট্যুরিস্ট এসোসিয়েশন বার্ষিক আনন্দ ভ্রমণের অংশ হিসেবে নৌ ভ্রমণ সমাপ্ত হয়েছে।

গত ১০ জুন বৃহস্পতিবার কাপাসিয়া উপজেলার টোক নয়ন বাজারের ফেরীঘাট থেকে কিশোরগন্জ জেলার হোসেনপুর পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে  এ নৌ আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়।

কাপাসিয়া ট্যুরিস্ট এসোসিয়েশন আনন্দ ভ্রমণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কাপাসিয়া উপজেলার পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি এড মো আমানত হোসেন খান।

সংগঠনের সভাপতি মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নূরুল আমীন সিকদার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন  অধ্যক্ষ বদরুজ্জামান পারভেজ,  জাহাঙ্গীরনগর আলম চৌধুরী,  ডা. এমদাদুল হক, আওলাদ হোসেন চৌধুরী নয়ন, মোমতাজ উদ্দিন, শফিকুল ইসলাম, কামাল হোসেন, আতিকুল ইসলাম, আবুল হোসেন,  এস ডি কাউসার, আসাদুল্লা মাসুম, মামুন সিরাজুল আলম, মাহাবুবুর রহমান শাহীন, আলমগীর হোসেন, মোজাম্মেল হক,  আব্দুল মতিন, আতাহার হোসেন, কাজী মেজবাহ উদ্দিন, হুমায়ুন কবির, শোয়েব হোসেন, ইয়সুফ খান, আকরাম হোসেন হিরণ, শরিফ সিকদার, সাইদুল ইসলাম রনি, মাসুদ রানা, আমজাদ হোসেন প্রমুখ।

আনন্দ ভ্রমণে নদী পথ, চরাঞ্চল, গৃহহীনদের  জীবন যাত্রা,   সাঁতার কাটা, লুডু খেলা, তাস খেলা ও সর্বশেষ লটারী ড্র অনুষ্ঠিত হয়।

লটরী বিজয়ীরা হলেন নূরুল আমীন সিকদার, ফাহিম হোসেন, শোয়েব হোসেন সিকদার ও জাকির হোসেন।
কাপাসিয়া বাজারের হালিম ডেন্টাল হলের এস ডি কাউসার প্রতিবারের মতো এবারও স্পন্সর হয়ে সকলকে  বিভিন্ন উপহার  সামগ্রী  প্রদান করেন।

কাপাসিয়া ট্যুরিস্ট এসোসিয়েশন মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ মহোদয় বাড়ি মিঠামইন, বঙ্গবন্ধু সাফারি পার্ক, নরসিংদীর ড্রীম হলি ডে, নাটোরের চলন বিলসহ বিভিন্ন স্হান পরিদর্শন করেন। তাছাড়া এ সংগঠন প্রতিবছর পরিবারিক আনন্দ ভ্রমণ করে থাকে। আগামীতে দেশ বিদেশের অন্যতম পর্যটন কেন্দ্র পরিদর্শন ইচ্ছা রয়েছে।

এবিএন/নূরুল আমীন/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ