আজকের শিরোনাম :

ভারতে আটকে পড়া বাংলাদেশিরা আজ থেকে ফিরতে পারবেন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২১, ১২:৪১

ভারতে আটকে পড়া বাংলাদেশিরা আজ থেকে দর্শনা, হিলি ও সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দেশে ফিরতে পারবেন। তবে দেশে ফেরার পরই সবাইকে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।

চুয়াডাঙ্গার দর্শনা, চাঁপাইনবাবঞ্জের সোনামসজিদ ও দিনাজপুরের হিলি স্থলবন্দর চেকপোস্ট দিয়ে দেশে ফেরা ব্যক্তিদের হেলথ স্ক্রিনিং ও করোনা পরীক্ষা করা হবে।  সংক্রমণ ঝুঁকি এড়াতেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

প্রথম দিনে আসা যাত্রীদের রাখা হবে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নার্সিং ইনস্টিটিউট ভবনে। এ ছাড়া কোয়ারেন্টিনের জন্য ৪টি সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি ৪টি হোটেল ঠিক করা হয়েছে।

এদিকে ভারত থেকে আসা যাত্রীদের জন্য চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ বাজারে একটি হোটেল ভাড়া করা হয়েছে। এ ছাড়া করোনা শনাক্ত হলে সরাসরি আধুনিক সদর হাসপাতালে করোনা ইউনিটে নিয়ে যাওয়া হবে।  

এ ছাড়া দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আসা যাত্রীদের কোয়ারেন্টিন ও স্বাস্থ্যবিধি মানাতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।  

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ