আজকের শিরোনাম :

পঞ্চগড়ে আবহাওয়ার বিরূপ প্রভাব, রাতে কুয়াশা- দিনে গরম

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২১, ১৭:৪৪

পবিত্র ঈদুল ফিতরের দিনে পঞ্চগড়ে এক বিরুপ আবহাওয়ার প্রভাব দেখা দিয়েছে। প্রকৃতির এমন রূপে হতভাব স্থানীয়রা।

গতকাল বৃহস্পতিবার (১৩ মে) দিনগত রাত থেকে শুক্রবার (১৪ মে) ভোর পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে যায় চার পাশ। তবে এর মাঝে বিকেল পর্যন্ত তাপমাত্র বেড়ে তীব্র গরম পড়তে দেখা গেছে।

আবহাওয়া অফিস বলছে, কয়েকঘন্টার ব্যাবধানে তাপমাত্রা বেড়ে দাড়িয়েছে ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে।

কয়েকদিন থেকে তাপমাত্রা বাড়ার পর হঠাৎ প্রকৃতির এমন রূপ দেখে হতবাগ পঞ্চগড় জেলা বাসি। রাত থেকে কিছুটা ঠান্ডা আবহাওয়া থাকলেও দুপুরে তিব্র গরমের কারণে প্রয়োজন ছাড়া অনেককেই বাইরে বের হতে দেখা যায় নি।

স্থানীয়রা জানিয়েছেন, হঠাৎ গভির রাত থেকে কুয়াশা নামতে শুরু করে। এক পর্যায়ে ভোর সকাল পর্যন্ত চারপাশ ঘন কুয়াশায় ঢেকে যায়। সাথে কিছুটা ঠান্ডা অনূভুত হয়। আবার সকাল থেকে বিকেল পর্যন্ত গরম অনেকটা বেড়ে গেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্রনাথ রায় জানান, আজ শুক্রবার (১৪ মে) সকাল ৯টা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯ দশমিক ৭ ডিগ্রি। রাতভর ঘন কুয়াশায় চারপাশ ঢেকে থাকতে দেখা গেছে। এদিকে কয়েক ঘন্টার ব্যাবধানে বিকেল ৩টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এবিএন/ডিজার হোসেন/জসিম/জুয়েল

এই বিভাগের আরো সংবাদ