আজকের শিরোনাম :

চিরিরবন্দরে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২১, ১৭:৩৯

সারাদেশের ন্যায় ঈদগাহ মাঠ বা খোলা জায়গার পরিবর্তে এবারে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় মসজিদে ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের নামাজ শেষে বর্তমান বৈশ্বিক মহামারি করোনাভাইরাস থেকে দেশ, জাতিকে হেফাজতে রাখতে ও মুসলিম উম্মাহ’র শান্তি ও সৃমদ্ধি কমানায় বিশেষ মুনাজাত করা হয়।

আজ শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত উপজেলার ১২টি ইউনিয়নের মসজিদে ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়। মানুষের সংকুলান না হওয়ায় কোন কোন মসজিদে দু’টি জামাত অনুষ্ঠিত হয়েছে। মুসল্লিরা মুখে মাস্ক পড়ে নিজ নিজ জায়নামাজ নিয়ে ঈদুল ফিতরের নামাজের জামাতে অংশগ্রহণ করেন।  

নামাজ শেষে খুৎবার পর মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বৈশ্বিক মহামারি করোনাভাইরাস থেকে দেশের মানুষকে হেফাজত করতে, করোনায় মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা, আক্রান্তদের সুস্থতা কামনা এবং নিজ পরিবার, দেশ ও জাতিকে হেফাজত করার আকুতি জানিয়ে মুনাজাত করা হয়।

এবিএন/মো. রফিকুল/জসিম/জুয়েল

এই বিভাগের আরো সংবাদ