আজকের শিরোনাম :

নলডাঙ্গায় খাদ্য গুদামে সরকারী ভাবে ধান চাউল সংগ্রহ অভিযানের উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২১, ১৯:০৫

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা সরকারী খাদ্য গুদামে চলতি ইরি বোরো মৌসুুমে ধান চাউল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার ( ১১ মে) আনুষ্ঠানিক ভাবে এ সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন, নলডাঙ্গা খাদ্য গুদামের  ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হাসনাত মোঃ মিজানুর রহমান। 

এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মমিনুল ইসলাম মমিন, রফিকুল ইসলাম ও রওশন আরা বেগম। 

এছাড়া স্থানীয় গন্যমান্য ও রাজনৈতিক ব্যক্তি বর্গ সহ কৃষকদের মধ্যে উপস্থিত ছিলেন, নলডাঙ্গা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ওমর ফারুক, যুবলীগ নেতা শাহারিয়ার ইসলাম রাসেল, নলডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক সুজন সরকার, কৃষক আঃ রাজ্জাক, ফরিদ মিয়া ও রেজানুল হক। 

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, এ মৌসুমে স্বচ্ছতার ভিক্তিতে কৃষক আ্যপস অনলাইনে কৃষকদের আবেদন পূর্বক তা যাচাই বাছাই করে কৃষকদের নিকট থেকে ধান ক্রয় করা হবে। 

উল্লেখ্য,এবারে সরকার নির্ধারিত প্রতি কেজি ধান ২৭ টাকা, সিদ্ধ চাউল ৪০ টাকা ও আতপ চাউল ৩৯  টাকা কেজি দরে কিনবে সরকার।

এবিএন/শহিদুল ইসলাম শাহিন/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ