আজকের শিরোনাম :

রৌমারীতে কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ করলেন গণশিক্ষা প্রতিমন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২১, ২০:৪৯

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় কৃষি অফিসের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন।

রৌমারী উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে আজ উপজেলার ৬টি ইউনিয়নের ১২৫০ জন দরিদ্র ও অসহায় কৃষকের মাঝে এ কৃষি উপকরণ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ৫ কেজি করে আউশধানের বীজ ও ৩০ কেজি করে রাসায়নিক সার দেয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘কৃষিবান্ধব সরকার কৃষকদের দুর্দশার কথা চিন্তা করে এই করোনাকালীন কৃষি প্রণোদনা বিতরণের নির্দেশনা দিয়েছে। তারই ধারাবাহিকতায় আজ কৃষকদের মধ্যে এসব কৃষি উপকরণ বিতরণ করা হলো।

 রৌমারী উপজেলা চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান, উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন ও রৌমারী প্রেসক্লাবের সভাপতি সুজাউল ইসলাম সুজা এ সময় উপস্থিত ছিলেন।
 

এবিএন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ