চিলমারীতে উন্নয়ন মেলার উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২১, ১৫:০৯

“বাংলাদেশের এক অনন্য অর্জন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ“ এ স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে কুড়িগ্রামের চিলমারীতে ২ দিনব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীর বিক্রম ও উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউএম রায়হান শাহ্।

উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি পরিষদ চত্ত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মুক্ত মঞ্চে আলোচনা সভা মিলিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউএম রায়হান শাহ্’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আছমা বেগম, গোলাম হাবিব মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. জাকির হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সাংসদ’র সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ারুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মো. তাহের আলী, রমনা ইউপি চেয়ারম্যান মো. আজগর আলী প্রমূখ।

বাংলাদেশের এক অনন্য অর্জন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন মেলায় মোট ৩২টি প্রতিষ্ঠান তাদের স্ব-স্ব প্রতিষ্ঠানের উন্নয়ন তুলে ধরে ষ্টল প্রদান করে।

এবিএন/গোলাম মাহবুব/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ