ভুরুঙ্গামারীতে ঐতিহাসিক ৭ মার্চ পালন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২১, ১৩:৫৩

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে প্রথমবারের মতো জাতীয় দিবস হিসেবে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ রোববার সকালে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির সূচনা করেন।

পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল, অফিসার ইনচার্জ মুহা. আতিয়ার রহমান, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ মুকুল চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আলমগীর মন্ডল।

শেষে উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এবিএন/এ এস খোকন/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ