বরিশাল বিশ্ববিদ্যালয়ের হল থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ জুন ২০২৪, ১২:১৩
বরিশাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল থেকে এক ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার রাত সাড়ে ১১টায় হলের রিডিং রুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বন্দর থানার ওসি আব্দুর রহমান মুকুল বলেন, ওই কক্ষের জানালার গ্রিলের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওই ছাত্রীকে পাওয়া গেছে। তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শেফা নুর ইবাদী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি বঙ্গমাতা হলের ১৪১১ নম্বর কক্ষে থাকতেন।
শেফা আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করছেন ওসি মুকুল। তবে তার কারণ তিনি বলতে পারেননি।
এবিএন/এসএ/জসিম
এই বিভাগের আরো সংবাদ