আজকের শিরোনাম :

ঢাবি উপাচার্যের সঙ্গে যুক্তরাজ্যের অধ্যাপকের সাক্ষাৎ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৪, ১৩:৩০

যুক্তরাজ্যের বাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জো ডিভাইন আজ মঙ্গলবার (৭ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন।

এ সময় আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম এবং ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. এম সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ সহযোগিতামূলক শিক্ষা এবং গবেষণা কার্যক্রম গ্রহণের ব্যাপারে মতবিনিময় করেন। 

এ সময় অধ্যাপক ড. জো ডিভাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণার পরিবেশ আরও উন্নত করার ক্ষেত্রে সহযোগিতা প্রদানের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগ বিশেষ করে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সাথে শিক্ষা ও গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে তাঁর জ্ঞান, অভিজ্ঞতা ও কার্যক্রম দিয়ে সহায়তা প্রদান করবেন বলে তিনি উপাচার্যকে অবহিত করেন।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বার্থ বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা সংক্রান্ত নেটওয়ার্ক তৈরির উপর গুরুত্বারোপ করেন। উপাচার্য আন্তর্জাতিক র‌্যাংঙ্কিং-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান উন্নয়নের জন্য অধ্যাপক ড. জো ডিভাইনের সহযোগিতা প্রত্যাশা করেন।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর সাথে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণের ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করায় অধ্যাপক ড. জো ডিভাইনকে ধন্যবাদ জানান।

এবিএন/এসএ/জসিম

এই বিভাগের আরো সংবাদ