জবি প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৪, ১৭:২৩

পবিত্র মাহে রমজান উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার স্বপক্ষের শক্তির সাংবাদিকদের সংগঠন ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার  (২৮ মার্চ) অবকাশ ভবনের চতুর্থ তলায় সংগঠনটির কার্যালয়ে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. জহির উদ্দিন আরিফ, মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. অশোক কুমার সাহা, জবি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা কাজী মোবারক হোসেন, প্রতিষ্ঠাকালীন সভাপতি ও উপদেষ্টা ইমরান আহমেদ অপু, সংগঠনের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম সাদেক ও মোস্তাকিম ফারুকী,  বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্রিয়াশীল সংগঠনের নেতৃবৃন্দ, জবি প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি সুবর্ণ আসসাইফের সভাপতিত্বে এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মেহেরাবুল ইসলাম সৌদিপ।

এবিএন/রোমান আকন্দ/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ