আজকের শিরোনাম :

বঙ্গবন্ধুর 'জুলিও কুরি' পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি, বেরোবিতে আনন্দ শোভাযাত্রা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৩, ১৮:৫১

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর 'জুলিও কুরি' শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি যথাযথ মর্যাদা ও আনন্দে উদযাপন করা হয়েছে। 

দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার (২৩ মে) সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

আনন্দ শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূরাল প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে বিশ্বিবদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। 

এরপর সকাল ৯টা ৪০মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. হাসিবুর রশীদ। পরে বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা এবং ট্রেজারার অধ্যাপক ড. মজিব উদ্দীন আহমদ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। 

এছাড়াও সকাল ১০টা ১৫ মিনিটে আলোচনা সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এবিএন/ইভান চৌধুরী/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ