আজকের শিরোনাম :

কাভার্ডভ্যান আটকে ‘ছিনতাই’, পালানোর সময় গ্রেপ্তার ঢাবির ৩ ছাত্র

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০০:১৮

কাভার্ডভ্যান আটকে চালককে মারধর ও টাকা ছিনতাই করে পালানোর সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৬ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ।

ওসি নূর মোহাম্মদ বলেন, আটককৃত ছাত্ররা হলেন- বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ফজলে নাবিদ সাকিল, ম্যানেজমেন্ট বিভাগের মো. রাহাত রহমান এবং সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সাদিক আহাম্মদ।

শাহবাগ থানা সূত্র জানায়, শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে বুয়েট মসজিদের সামনে ট্রাকচালক জুয়েলকে থামিয়ে মারধর ও টাকা ছিনতাইকালে অভিযুক্ত তিন শিক্ষার্থীকে আটক করেন দায়িত্বরত শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ছানী। ছিনতাইয়ের ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তাদের নামে ভুক্তভোগী মামলা করলে রোববার (৫ ফেব্রুয়ারি) তাদের আদালতে পাঠানো হয়।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ