আজকের শিরোনাম :

বিশ্ববিদ্যালয়ের একটি সিটের অপেক্ষায়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২২, ০৯:৫২

আজ ১৩ আগস্ট। গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তির ‘বি’ ইউনিটের (মানবিক বিভাগ) পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এক সাথে সারাদেশে মোট ৯৫ হাজার ৬৩৭ জন শিক্ষার্থী এই ভর্তিযুদ্ধে অংশ নিচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পসসহ আরো ৩ উপকেন্দ্রে হবে মানবিক বিভাগের ভর্তি পরীক্ষা।  

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সরেজমিনে ঘুরে দেখা যায়, সকাল ৯টার পরপরই ঢাকার যানযটের কথা চিন্তা করে কেন্দ্রে উপস্থিত হতে থাকে পরীক্ষার্থীরা। এবার বি ইউনিটের পরীক্ষা যথেষ্ট সময় পেয়েছে শিক্ষার্থীরা।

রমজান নামে এক পরীক্ষার্থী জানান, এবার অনেক সময় পেয়েছি আশা করছি পরীক্ষা ভালো হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অংশ নিচ্ছে ১১ হাজার ৯২৭ জন পরীক্ষার্থী। বাইরের তিনটি উপকেন্দ্র রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে ৪ হাজার ৫৪৬ জন, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ১ হাজার ৬৯৬ জন, উইস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে ৩ হাজার ৬০০ জন শিক্ষার্থী পরীক্ষা দিবে। এসব পরীক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে।

এদিকে গত ৩০ জুলাই অনুষ্ঠিত বিজ্ঞান ইউনিটের পরীক্ষার প্রশ্ন পূর্ণাঙ্গ সিলেবাস থেকে এসেছিল বলে অভিযোগ করেছিলেন অনেক পরীক্ষার্থী। যদিও তাদের অভিযোগ প্রত্যাখ্যান করেছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য। বি ইউনিটের পরীক্ষা এমন অভিযোগ আসবে না বলে সাংবাদিকদের বলেছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য।

এছাড়া গত বিজ্ঞান ইউনিটের পরীক্ষায় কেউ কেউ ফোন নিয়ে হলে প্রবেশ করলেও এবার কড়াকড়ি অবস্থানে প্রশাসন, পরীক্ষার্থীরা এবার কোনো প্রকার মোবাইল, ঘড়ি, ডিভাইস নিয়ে যাতে কেন্দ্রে প্রবেশ করতে না পারে এ ব্যাপারে সর্বোচ্চ নির্দেশনা পালন করবে কেন্দ্রগুলো।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ