আজকের শিরোনাম :

কবি নজরুলের বাংলাদেশে আগমনের সুবর্ণজয়ন্তী আজ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২২, ১০:২৪

আজ ২৪ মে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাংলাদেশে আগমনের ৫০ বছর পূর্ণ হলো। ১৯৭২ সালের ২৪ মে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবি নজরুলকে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে নিয়ে এসেছিলেন। দিনটি উদযাপন করতে আলোচনা সভা, আন্তর্জাতিক সেমিনার, সংগীত, নাটক ও চলচ্চিত্র প্রদর্শনীর ব্যবস্থা করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।

এছাড়াও সঙ্গীত ও সাহিত্যে দুজনকে নজরুল পদক প্রদান করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নজরুল পদকের জন্য সঙ্গীতে মনোনীত হয়েছেন সংগীত শিল্পী সুজিত মোস্তফা এবং সাহিত্যে প্রয়াত প্রীতি কুমার মিত্র।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।

সোমবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে এসব তথ্য জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।

এ সময় তিনি বলেন, সম্ভবত বাংলাদেশে প্রথম এবং একমাত্র কবি নজরুলের বাংলাদেশে আগমনের ৫০ বছর পালন করছে নজরুল বিশ্ববিদ্যালয়। এটি একটি জাতীয় আয়োজন হতে পারতো।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ