আজকের শিরোনাম :

মাউশি পরিচালক ও ডিআইএ উপপরিচালকের অনিয়ম তদন্তে কমিটি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২১, ২১:৪৩

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী ও শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) উপ পরিচালক বিপুল চন্দ্র বিশ্বাসের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব অনিয়ম আমলে নিয়ে তদন্ত কমিটি করেছে ডিআইএ।

পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের এক অফিস আদেশে বলা হয়েছে, ডিআইএ পরিচালক অধ্যাপক অলিউল্লাহ মো. আজমতগীরকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে চার কর্মকর্তাকে সদস্য রাখা হয়েছে। তদন্ত কমিটি আগামী ৭ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত কমিটি তদন্ত কার্যক্রম পরিচালনা করবে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ