আজকের শিরোনাম :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাহাড় ধস

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২১, ১৭:১২

টানা তিন দিনের বৃষ্টিপাতের ফলে চবিতে একটি পাহাড় ধসে পড়ার খবর পাওয়া গেছে। আজ শুক্রবার (৩০ জুলাই) সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কাটাপাহাড় সড়ক সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে।

এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও পাহাড় ধসে একটি গাছ উপড়ে সড়কের উপর পড়াতে ওই পথে সাময়িকভাবে যান চলাচল বন্ধ থাকে। তাছাড়া বেশ কয়েকটি বৈদ্যুতিক খুঁটির ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।  

এ বিষয়ে চবি প্রক্টর ড. রবিউল হোসাইন ভূঁইয়া বলেন, গত তিনদিন ধরে টানা বৃষ্টিপাতের ফলে (চবি) কাটাপাহাড় সড়ক সংলগ্ন পাহাড়ের কিছু অংশ ধসে পড়েছে।

খবর পেয়ে পরিচ্ছন্ন কর্মীদের সহায়তায় দ্রুত সড়কটি পরিস্কার করে যান চলাচলে উপযোগী করেছি। তাছাড়া ক্ষতিগ্রস্থ পাহাড়টির সুরক্ষায় পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি বিদ্যুতের পিলার গুলো সরানোর কাজ চলছে জানালেন চবি প্রক্টর।


এবিএন/রাজীব সেন প্রিন্স/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ