আজকের শিরোনাম :

৪৩ তম বিসিএসের প্রিলিমিনারি পেছাল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২১, ১৮:৫৫

পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী চলতি বছরের ১৫ অক্টোবর হচ্ছে না ৪৩ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা।  ১৪ দিন পিছিয়ে পরীক্ষা হবে ২৯ অক্টোবর।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহ্‌মদের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশাবলি যথাসময়ে সংবাদ মাধ্যম ও কমিশনের ওয়েবসাইটে দেয়া হবে।

৪৩ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় গত বছরের ৩০ নভেম্বর। এতে জানানো হয়, প্রিলিমিনারির জন্যও ২০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রশ্ন হবে বাংলা ভাষা ও সাহিত্য, ইংরেজি ভাষা ও সাহিত্য, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, ভূগোল, সাধারণ বিজ্ঞান, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি, গাণিতিক যুক্তি, মানসিক দক্ষতা ও নৈতিকতা মূল্যবোধ-সুশাসন থেকে।

৪৩তম সাধারণ ক্যাডারের জন্য লিখিত পরীক্ষা হবে ১১০০ নম্বরের। এ ছাড়া, টেকনিক্যাল ও প্রফেশনাল ক্যাডারের জন্যও ১১০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ