আজকের শিরোনাম :

নিয়োগ তদন্তে রাবিতে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২১, ১৪:২১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের শেষ মুহূর্তে অ্যাডহকে দেওয়া নিয়োগ ও এর সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত করতে ক্যাম্পাসে এসেছে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটি। আজ শনিবার (৯ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ে পৌঁছেছেন তদন্ত কমিটির সদস্যরা।

এতে নেতৃত্ব দিচ্ছেন কমিটির আহ্বায়ক ও ইউজিসির সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। তার সঙ্গে রয়েছেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. জাকির হোসেন আখন্দ ও ইউজিসির পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান।

জানা গেছে, শনিবার দুপুরে তদন্ত কমিটির সদস্যরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসেন। এর পর তারা রুটিন দায়িত্বে থাকা উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহার কার্যালয়ে যান। পাশাপাশি অব্যাহতি দেওয়ার গুঞ্জন ওঠা রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালামের সঙ্গেও সাক্ষাৎ করেন।

শিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগের নিষেধাজ্ঞা অমান্য করে গত বৃহস্পতিবার (৬ মে) বিদায়ী উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান ১৪১ জনকে নিয়োগ দেন। সেদিন সন্ধ্যায়  শিক্ষা মন্ত্রণালয় এই নিয়োগকে অবৈধ উল্লেখ করে একটি তদন্ত কমিটি গঠন করে।

শেষ খবর পাওয়া পর্যন্ত তারা নিয়োগের সঙ্গে জড়িত অন্যদের সঙ্গে কথা বলতে এখন পর্যন্ত প্রশাসন ভবনে অবস্থান করছেন।       

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ