আজকের শিরোনাম :

উপজেলা নির্বাচন : প্রথম দুই ঘণ্টায় ভোট পড়েছে ১০ শতাংশ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৪, ১২:২০ | আপডেট : ০৮ মে ২০২৪, ১২:২১

প্রথম ধাপে ১৩৯ উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভোটগ্রহণ শুরু হয় সকাল ৮টায়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, ভোটগ্রহণ শুরুর পর প্রথম দুই ঘণ্টায় সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ভোট পড়েছে ১০ শতাংশ।

আজ বুধবার (৮ মে) বেলা ১১টার দিকে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, ভোটগ্রহণ শুরুর আগে আচরণ বিধি ভঙ্গের কারণে সুনামগঞ্জের শাল্লায় প্রিসাইডিং অফিসারসহ কয়েকজনকে আটক করা হয়েছে। এছাড়া পাবনার সুজানগর, কুষ্টিয়া সদর উপজেলায় আটক করা হয়েছে কয়েকজনকে।

এবিএন/এসএ/জসিম

এই বিভাগের আরো সংবাদ