আজকের শিরোনাম :

রাষ্ট্রপতির সঙ্গে এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সাক্ষাৎ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৪, ১৩:০৩

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রবাসীদের সংগঠন এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের নেতারা। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে বঙ্গভবনে গিয়ে সাক্ষাৎ করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন বঙ্গভবনের সামরিক সচিবসহ সিনিয়র কর্মকর্তারা। এ সময় অ্যাসোসিয়েশনের সভাপতি মাহাতাবুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।

এ সময় তারা অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের মরদেহ সম্পূর্ণ সরকারি খরচে বাংলাদেশে আনা, বন্ড ইস্যু, ওমানের ভিসা সংক্রান্ত জটিলতাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

রাষ্ট্রপতি প্রবাসীদের সমস্যাগুলো শোনেন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়ে সব সমস্যা সমাধানের আশ্বাস দেন। এসময় তিনি এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের কর্মকাণ্ডের প্রশংসা করেন।

এদিকে এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের নেতারা বঙ্গভবনে রাষ্ট্রপতির আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন। তারা বলেন, আমরা সম্মানিত ও আনন্দিত বোধ করছি। রাষ্ট্রপতি আমাদের সমস্যাগুলো শুনেছেন এবং তা যথাযথ সমাধানের আশ্বাস দিয়েছেন। সে জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ।

এবিএন/এসএ/জসিম

এই বিভাগের আরো সংবাদ