আজকের শিরোনাম :

কারিগরি ত্রুটিতে কলকাতা না গিয়ে ফিরল বিমানের ফ্লাইট

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৩, ১৩:১৭

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর প্রায় ৪০ মিনিট আকাশে উড়ে আবারও ঢাকায় ফিরে এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। ফ্লাইটটি কলকাতায় যাওয়ার কথা ছিল। কারিগরি ত্রুটির কারণে ফ্লাইটটি ফিরে এলেও কি ধরনের ত্রুটি হয়েছে তা জানা যায়নি।

শাহজালাল বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র জানায়, বিজি-৩৯১ ফ্লাইটটি সোমবার সকাল সাড়ে ৭টায় ঢাকা থেকে ভারতের কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়। তবে ২০ মিনিট পর দোহারের আকাশে গিয়ে পাইলট ফ্লাইটটি নিয়ে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন। পরবর্তীতে আরও ২০ মিনিট উড়ে ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি চায়। অনুমতি পেয়ে সকাল ৮টা ১০ মিনিটে অবতরণ করে।

বিমানের ফ্লাইটটি ড্যাশ ৮-৪০০ মডেলের এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হচ্ছিল। এতে ৭৮টি আসন ছিল। তবে এতে কতজন যাত্রী ছিল তা নিশ্চিত করেনি বিমান।

এ বিষয়ে জানতে চাইলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ‘ফ্লাইটটি ঢাকায় টেকনিক্যাল ল্যান্ডিং করেছে।’

এবিএন/এসএ/জসিম

এই বিভাগের আরো সংবাদ