আজকের শিরোনাম :

‌‌‘মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার প্রশ্নে গণমাধ্যমসহ সব পক্ষকেই সতর্ক থাকতে হবে’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৩, ১৫:১৬

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, প্রতিটি দেশেরই নিজস্ব কিছু চ্যালঞ্জে আছে। সেগুলো নিজস্ব উপায়েই সরকারকে মোকাবেলা করতে হয়। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার প্রশ্নে গণমাধ্যমসহ সব পক্ষকেই সতর্ক থাকতে হবে।

আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে গ্রেফতারের ঘটনায় পশ্চিমা দেশগুলোর বিবৃতিতে দেশের ভাবমূর্তিতে কোনো আঁচড় পড়বে না বলেও দাবি করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সম্প্রতি প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা এবং রিপোর্টার শামসুজ্জামানকে মধ্যরাতে সাদা পোশাকে গ্রেফতারসহ কয়েকটি ইস্যুতে বিবৃতি দিয়েছে ২৭ দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়াসহ ১২টি দেশের জোট মিডিয়া ফ্রিডম কোয়ালিশন বিবৃতি দিয়ে এসব ঘটনার নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের দাবি জানিয়েছে। এর প্রতিক্রিয়ায় শাহরিয়ার আলস জানান, এসব বিবৃতি, মন্তব্য বা হস্তক্ষেপে উন্নয়ন বাধাগ্রস্থ হবে না।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ