আজকের শিরোনাম :

সীতাকুণ্ডে বিস্ফোরণ : তদন্ত কমিটির ৯ সুপারিশ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৩, ১২:০৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় প্রতিবেদন জমা দিয়েছে জেলা প্রশাসনের তদন্ত কমিটি।

কমিটির প্রধান চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) রাকিব হাসান তদন্ত প্রতিবেদন জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ডিসি মহোদয়ের কাছে প্রতিবেদন জমা দেয়া হয়েছে। প্রতিবেদনের বিষয়ে বিস্তারিত বলা যাচ্ছেনা এখন, তবে এ ধরনের দুর্ঘটনা এড়াতে ৯টি সুপারিশ করা হয়েছে।’

সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা তদন্তে ওইদিন রাতেই অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করে চট্টগ্রাম জেলা প্রশাসন। ওই কমিটিকে ৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়। পরবর্তীতে তদন্তে দুইদিন সময় বাড়ায় কমিটি।

৪ মার্চ বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রামে সীতাকুণ্ডের কদম রসুল এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই প্ল্যান্ট ও পাশের তিনতলা অফিস ভবনে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বিস্ফোরণে প্ল্যান্টের পাশে অফিসভবনসহ আশেপাশের কয়েকশ ভবনের কাঁচের দরজা-জানালা ভেঙে পড়ে। ধসে পড়ে অফিসের ইটের দেয়াল। তাছাড়া বিস্ফোরণের তীব্রতায় কেঁপে উঠে আশেপাশের কয়েক কিলোমিটার এলাকা। আশপাশসহ আধা কিলোমিটার দূরেও ছিটকে পড়ে অসংখ্য লোহার টুকরো।

স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ৭ জন নিহত ও ২৫ জন আহতে হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর বাইরেও আহত অনেকেই ব্যক্তিগতভাবে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বিস্ফোরণের বিকট শব্দে কানে কম শুনছেন কদমরসুল এলাকার অর্ধশতাধিক মানুষ। নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তিন শতাধিক ঘরবাড়ি।
 

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ