ভবিষ্যৎ প্রজন্মের বিকাশে খেলার মাঠের বিকল্প নেই: মেয়র আতিক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২২, ১৩:২৯

ভবিষ্যৎ প্রজন্মের বিকাশের জন্য খেলার মাঠের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার সকালে মিরপুর-১১ এর প্যারিস রোড সংলগ্ন মাঠ উদ্ধার করে এ কথা বলেন তিনি।

বৃহস্পতিবার সকালে মিরপুর ১১ এর প্যারিস রোড সংলগ্ন খেলার মাঠ পুনঃরুদ্ধারের দাবিতে কয়েকটি স্কুল,কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরাসহ স্থানীয় জনতা মাঠে সমবেত হয়ে অনশন করে। সেখানে উপস্থিত হয়ে মেয়র দখলকৃত মাঠকে উদ্ধার করে খেলার মাঠ হিসেবে ঘোষণা দেন।

মেয়র আতিকুল ইসলাম ব‌লেন, ‘সুস্থ সমাজ গড়তে হলে অবশ্যই আমাদের উন্মুক্ত স্থান রাখতে হবে। পাবলিক স্পেস রাখতে হবে। ঢাকা শহরে কিন্তু পাবলিক স্পেস নেই। সব দখল হয়ে যাচ্ছে। যেগুলো ছিল সেগুলো ফিরিয়ে আনার জন্য আমরা চেষ্টা করছি।’

মেয়র ব‌লেন, ‘এই মাঠটিতে এখনো খেলার জায়গা আছে। এখানে এই মাঠ দখলে এভাবে যে পাঁয়তারা হচ্ছে এটা আমি শুনেছি এবং আমার কাছে ম্যাসেজও আছে।’

তিনি বলেন, ‘আমাদেরকে দেখতে হবে আগামীর ভবিষ্যৎ যে শিশুরা আছে তাদের কী অবস্থা। আমার কাউন্সিলর আমাকে বারবার বলছে এই ওয়ার্ডের কথা। ওয়ার্ল্ডের কাউন্সিলররা বলছে, এখানে আমরা চেষ্টা করছি, মেয়র মহোদয় আপনারা একটু আসুন।’

মেয়র আতিক বলেন, ‘আমাদের আগামীর ভবিষ্যৎকে যদি গড়তে হয়, সুস্থ সমাজ, সুস্থ ওয়ার্ড, সুস্থ শহর গড়তে গেলে আমাদের খেলার মাঠের কোনো বিকল্প নেই। আমাদের আজকের পরিকল্পনা হচ্ছে আমি আজকেই এখনই কাজ শুরু করে মাঠটা পরিষ্কার করব।’

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ