হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে প্রকৌশলীর মরদেহ উদ্ধার

প্রকাশ: ২৫ মে ২০২২, ১৭:৩৪

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে এক প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার (২৫ মে) ৪টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম সুব্রত সাহা (৫২)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি রমনা বিভাগের উপ-কমিশনার এইচ এম আজিমুল হক সময় নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, তিনি ওপর থেকে নিচে পড়ে মারা গেছেন। তবে কীভাবে তিনি পড়লেন বা কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে কিনা- এ বিষয়গুলো তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
এবিএন/আব্দুর রাজ্জাক/জসিম/এআর
এই বিভাগের আরো সংবাদ