আজকের শিরোনাম :

বাড়লো অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের দাফন অনুদান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২২, ২০:১২

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর দাফন ও অন্ত্যেষ্টিক্রিয়ার অনুদান বাড়িয়েছে সরকার। বর্তমান নিয়ম অনুযায়ী একজন সরকারি কর্মকর্তা কর্মচারী মারা গেলে তার দাফন ও অন্ত্যেষ্টিক্রিয়ার অনুদান হচ্ছে ১০ হাজার টাকা। সরকার এই অনুদান বাড়িয়ে ৩০ হাজার টাকা করেছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ আদেশ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা করেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব নাঈমা হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের ৩২তম বোর্ড সভার সিদ্ধান্ত ও অর্থবিভাগের সম্মতি অনুযায়ী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর দাফন ও অন্ত্যেষ্টিক্রিয়ার অনুদান ১০ হাজার টাকার স্থলে ৩০ হাজার টাকায় নির্ধারণ করা হলো।

এ অনুদানের ব্যয়ভার বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অনুকূলে বরাদ্দ করা প্রচলিত বাজেট কোড থেকে নির্বাহ করা হবে এবং জনস্বার্থে আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ