আজকের শিরোনাম :

অবশেষে দেখা মিলল সূর্যের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২১, ১০:২৩

ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ এর প্রভাবে গত দুই দিনে ঢাকায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। সোমবার (৬ ডিসেম্বর) রাজধানীতে টানা ১২ ঘণ্টায় ৯৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যা ডিসেম্বরে একদিনে বৃষ্টিপাতের গত ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ। আগের দিন রোববার (৫ ডিসেম্বর) হয়েছিল ৪২ মিলিমিটার বৃষ্টি।

টানা বৃষ্টিপাতের কারণে আড়ালে পড়ে যায় সূর্য। মুখ ভার করা আকাশ যেন দুপুরেই সন্ধ্যা নামিয়ে দেয়। পথ চলতে হেডলাইট জ্বালাতে হয় যানবাহনের।

তবে মঙ্গলবার (৭ ডিসেম্বর) সূর্যের দেখা মিলতে পারে বলে আভাস দিয়ে রেখেছিল আবহাওয়া অধিদফতর। সংস্থাটি বলেছিল দুপুরের পর তা হতে পারে। তবে অগ্রহায়নের সকালের হিমেল বাতাস প্রকৃতিতে না মিলিয়ে যেতেই সকাল সাড়ে ৯টার পর পূব আকাশে উঁকি দিয়েছে সূর্য। যদিও সকালে কিছু সময় রাজধানীর বিভিন্ন এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টিপাত হয়েছে।

এদিকে আকাশে সূর্য হাসলেও তাকে ঘিরে মেঘেদের দাপট রয়েছে বেশ। সে মেঘ ভেদ করে দিন গড়িয়ে কার দাপট টিকে থাকে তা সময়ের উপর নির্ভর করে।

অন্যদিকে গত দুই দিনের বৃষ্টিপাতের কারণে গণপরিবহন সংকটে যাত্রীদের ভোগান্তি মঙ্গলবার সকালেও কমেনি। আজও সড়কে গণপরিবহন কম দেখা গেছে। সে সঙ্গে কোনো কোনো এলাকায় তৈরি হয়েছে যানজট। তাতে 'নিত্যকার' ভোগন্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ।
 

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ