আজকের শিরোনাম :

একসাথে কাজ করলেই পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন সম্ভব: বীর বাহাদুর

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২১, ১৮:৫৫

সংঘাত-সংঘর্ষ নয়, সবাই মিলে হাতে হাত মিলিয়ে কাজ করলে পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন করা সম্ভব। এমন মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং।

বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৪তম বর্ষপূর্তি উপলক্ষে মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি।

উশৈ সিং বলেন, শান্তি চুক্তির পর এ অঞ্চলে উন্নয়ন কার্যক্রম নতুন মাত্রা পেয়েছে। পার্বত্য এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারষ্পরিক সহনশীলতার সৃষ্টি হয়েছে।

২রা ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৪তম বর্ষপূর্তি। যা সারা দেশে ‘শান্তি চুক্তি’ নামে সমাদৃত। ১৯৯৭ সালের এদিন বাংলাদেশ সরকারের সাথে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির চুক্তি সম্পাদিত হয়।

১৯৯৭ সালের আজকের দিনে সরকারের পক্ষে তৎকালীন চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লার সঙ্গে শান্তিচুক্তিতে স্বাক্ষর করেছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা। চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে অবসান ঘটে শান্তিবাহিনীর দীর্ঘ প্রায় দুই দশকের সংগ্রামের। স্বাভাবিক জীবনে ফিরে আসে শান্তিবাহিনীর সশস্ত্র আন্দোলনকারী সদস্যরা। শান্তিচুক্তির ফলে প্রাথমিকভাবে শান্তি বাহিনীর সদস্যরা অস্ত্র জমা দেয় এবং সরকার তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ