আজকের শিরোনাম :

বুড়িগঙ্গার তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে বিআইডব্লিউটিএর অভিযান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২১, ১৪:২০

রাজধানীর কামরাঙ্গীর চরে আদি বুড়িগঙ্গা দখল করে নির্মিত বহুতল ভবন উচ্ছেদে অভিযান চালাচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

আজ সোমবার সকালে দ্বিতীয় দিনের মতো এ অভিযানে বিআইডব্লিউটিএর সঙ্গে জেলা প্রশাসনও অংশ নিয়েছে।

বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক গুলজার আলী জানান, হাইকোর্টের আদেশ অনুযায়ী কামরাঙ্গীরচর থানার কালুনগর মৌজায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। মূলত আদি বুড়িগঙ্গা জেলা প্রশাসনের নিয়ন্ত্রণাধীন।

তিনি জানান, দুই যুগেরও বেশি সময় ধরে নদীর জায়গা দখল করে বহুতল নির্মাণ করা হয়েছে। এর আগে রবিবার আদি বুড়িগঙ্গা উদ্ধারে সংস্থাটির অভিযানের প্রথম দিনে নদীর দুই একর জায়গা উদ্ধার হয়েছে।

২০১৯ সালের ২৯ জানুয়ারি ঢাকার চার নদী উদ্ধারে অভিযানে নামে বিআইডব্লিউটিএ। বছরব্যাপী অভিযানে সাড়ে সাত হাজারের বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

উচ্ছেদকৃত জায়গায় ওয়াকওয়ে, বৃক্ষরোপনসহ বেশ কিছু উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে। এরই মধ্যে তুরাগ নদের তীরভূমিতে সেই ওয়াকওয়ে দৃশ্যমান হয়েছে। আগামী মাসের শুরুর দিকে বুড়িগঙ্গা নদীর কামরাঙ্গীর চর অংশ থেকেও ওয়াকওয়ে নির্মাণ কাজ শুরু হচ্ছে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ