আজকের শিরোনাম :

বিধিনিষেধের ১১তম দিনে রাজধানীতে বেড়েছে যান চলাচল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২১, ১৭:০৩

কঠোর বিধিনিষেধের ১১তম দিনে রাজধানীতে গণপরিবহণ ছাড়া সব ধরণের পরিবহণই সড়কে চলছে। রবিবার সারা দেশে রপ্তানিমুখী সব শিল্প-কারখানা খোলার পর কার্যত রাজধানীতে যানবাহনের পাশাপাশি মানুষের চলাচল অনেক বেড়েছে। ফলে ব্যাপকভাবে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। মানা হচ্ছে না সরকারি নির্দেশনা।

রাস্তায় ব্যক্তিগত গাড়ির সংখ্যায়ই বেশি। নির্বিঘ্নে অফিস বা ব্যাংকে যেতে ভোগান্তিতে পড়ছেন গণপরিবহণ ব্যবহারকারীরা। হেঁটে কিংবা রিকশায় কর্মস্থলে যাচ্ছেন অনেকে।

দেশে করোনা সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে চলে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে গত কয়েক মাস ধরে কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। তবে ঈদুল আজহাকে সামনে রেখে আট দিনের জন্য শিথিল করা হয়েছিল বিধিনিষেধ।

এরপর আবার গত ২৩শে জুলাই সকাল ৬টা থেকে ১৪ দিনের কঠোর বিধিনিষেধ শুরু হয়। আগামী ৫ই আগস্ট মধ্যরাত পর্যন্ত থাকবে এই বিধিনিষেধ।


এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ