আজকের শিরোনাম :

নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে: ইসি সচিব

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২১, ১৯:১০

সারাদেশে স্থগিত থাকা প্রথম ধাপের ২০৪টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে আজ। একই দিন ১১টি পৌরসভা ও লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনও অনুষ্ঠিত হয়েছে। এসব নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবির খোন্দকার। সোমবার (২১ জুন) নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের এ মন্তব্য করেন তিনি।

এ সময় ইসি সচিব বলেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কিছু কিছু জায়গায় কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।

এদিকে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় ককটেল বিস্ফোরণে মৌজে আলী মৃধা নামে ৬৫ বছরের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। দুপুর আড়াইটার দিকে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বরিশালের রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া ভোলার চরফ্যাশনে নির্বাচনকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে মনির (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরেকজন। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার হাজারিগঞ্জে ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ২০৭ নং চর ফকিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ সহিংসতার ঘটনা ঘটে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ