'বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ আইনের মেয়াদ না বাড়ানোর সুপারিশ'
প্রকাশ : ২০ জুন ২০২১, ১৭:১৭ | অনলাইন সংস্করণ
এবিনিউজ ডেস্ক

বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ আইন বিদ্যুৎ খাতের স্বচ্ছতা ও প্রতিযোগিতামূলক পরিবেশ নষ্ট করছে বলে মত দিয়েছে সিপিডি।
তাই চলতি বছরের অক্টোবরে এই আইনের মেয়াদ শেষ হলে আর নবায়ন না করার সুপারিশ করেছে গবেষণা সংস্থা সেন্টার পলিসি ফর ডায়ালগ (সিপিডি)। বাজেট পরবর্তী আলোচনায় সিপিডি বলেছে, বিদ্যুৎখাতে আগের চেয়ে দক্ষতা বেড়েছে।
সিস্টেম লসের পাশাপাশি, বিদ্যুতের উৎপাদন খরচও সামান্য কমেছে। তারপরও চড়া দামে বেসরকারি কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনা এবং অলস কেন্দ্রের ভাড়া পরিশোধের কারণে বছরে বিপুল টাকা লোকসান করছে বিদ্যুৎ বিভাগ।
সিপিডি বলছে, সরকারের অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার সাথে অর্থমন্ত্রীর বরাদ্দের সঙ্গতি নেই। সামনের দিনে কয়লা নির্ভর জ্বালানি থেকে বের হয়ে আসার প্রতিশ্রুতি থাকলেও, প্রস্তাবিত বাজেটে বেশ কয়েকটি কয়লা বিদ্যুৎকেন্দ্রে টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
এবিএন/মমিন/জসিম