আজকের শিরোনাম :

'সিলেটে ভূমিকম্প সহনশীলতা যাচাইয়ের পর ভবনের অনুমোদন দেয়া হবে'

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২১, ২১:৪৪

সিলেটে নতুন ভবন ভূমিকম্প সহনশীল হচ্ছে কি না তা যাচাই-বাছাইয়ের পর অনুমোদন দেয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান।
 
আজ বৃহস্পতিবার (১৭ জুন) সিলেটে নগরীর জেলা পরিষদে ভূমিকম্প ঝুঁকি হ্রাস বিষয়ক অবহিতকরণ সভা শেষে তিনি একথা বলেন।

এসময় প্রতিমন্ত্রী বলেন, যে ভবনগুলো ইতিমধ্যে নির্মাণ করা হয়ে গেছে সেগুলোকে ভূমিকম্প সহনীয় পর্যায়ে সংস্কার কাজ করা হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশকে জাপানের মতো ভূমিকম্প সহনশীল করার প্রক্রিয়া শুরু হয়েছে। এতে সহযোগিতা করবে জাপান। ভূমিকম্পের পর ক্ষয়ক্ষতি হ্রাস এবং উদ্ধারকাজে ব্যবহারের জন্য সিলেটের ৪টি ফায়ার সার্ভিস স্টেশনে ৩০ ধরনের অত্যাধুনিক যন্ত্রপাতি দেয়া হয়েছে বলেও জানান তিনি।

গত কিছুদিন আগের ঘনঘন ভূমিকম্পের পর প্রথমবারের মতো সিলেটে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের এই সভা অনুষ্ঠিত হয়েছে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ